নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রায় আটশ কোটি টাকা প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার (৯ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গত করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের ৫৫৪ কোটি টাকা দেয়া হয়েছে। এ বছর আরও ২৯২ কোটি টাকার প্রণোদনা দেয়া হবে যা প্রক্রিয়াধীন। এটা তাদের কাছ থেকে আর ফেরত নেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘এ টাকার মাধ্যমে তাদের এক একজনকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে। যাতে মাছ, মাংস, দুধ, ডিম এবং এগুলোর উৎপাদন, পরিবহণ, বিপণন এবং বাজারদর প্রায় স্বাভাবিক অবস্থায় চলে আসে।’
শ ম রেজাউল বলেন, ‘সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যেও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার কার্যক্রম বিশেষ করে সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন, টিকাদান, চিকিৎসা, পরামর্শ সেবা প্রদান এবং সরকারি খামারে রেণু পোনা উৎপাদন ও সরবরাহ, হাঁস-মুরগি ও গবাদিপশুর বাচ্চা উৎপাদন ও বন্টন অব্যাহত রাখা হয়েছে। জরুরি সেবা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মন্ত্রণালয় হতে সকল কার্যক্রম মনিটর করা হচ্ছে এবং উদ্ভূত সমস্যা সমাধান করা হচ্ছে। অনলাইন-এসএমএস সার্ভিসের মাধ্যমে খামারিদের সেবা প্রদান করা হচ্ছে।’
তরিকুল/সবুজ/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন