• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাসপাতালে ইভ্যালি সিইও রাসেল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:৩৯ এএম

হাসপাতালে ইভ্যালি সিইও রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন বলে আমরা জানতে পেরেছি।'

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)  অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে।
আরিফ বাকের নামক এক ভুক্তভোগীর মামলা দায়েরের পর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।
পরে তাদের র‍্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়। এদিন  বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

ইফাত


আর্কাইভ