• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বেতন-ছুটির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: মে ৮, ২০২১, ০৭:৫৯ পিএম

বেতন-ছুটির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকরা। ঈদের আগে বেতন-বোনাস, ঈদের ছুটি এক সপ্তাহ আর বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালুর দাবিতে শনিবার ( মে) সকাল থেকে মিরপুর ১৪ নম্বর ১০ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

জানা গেছে, মিরপুরের প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত তাদের বেতন-বোনাস দেয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।

শ্রমিকরা আরো জানান, ঈদের ছুটি তিন দিন করা হয়েছে। সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করতে হবে। কেননা, তারা ছুটিতে বাড়ি যেতে চান। বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালু রাখারও দাবি জানান শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক রমিজ উদ্দিন বলেন, আজ ( মে) বিকেলে বিজিএমইএ ভবনে আমাদের দাবির বিষয়ে মিটিং হবে বলে মালিকপক্ষ জানিয়েছে। তাই আন্দোলন আপাতত স্থগিত করছি। তবে ১০ দিনের ছুটির দাবি দূরপাল্লার যানবাহন চালু করার দাবি মানা না হলে আমরা আবারও রাস্তায় নামব।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে আন্দোলন কর্মসূচি পালন করলেও বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল করতে থাকেন শ্রমিকরা। সময় আন্দোলনরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় দুটি বাস ভাঙচুর করেন পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান সিটি নিউজ ঢাকাকে জানান, বিজিএমইএ পুলিশের আশ্বাসে শ্রমিকরা আপাতত রাস্তা ছেড়েছেন। তাদের দুই দফা দাবির বিষয়ে দুপুর আড়াইটার দিকে বিজিএমইএ ভবনে গার্মেন্টস মালিক, শ্রমিকরা বিজিএমইএর লোকজন মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেয়ার আশ্বাসেই শ্রমিকরা রাস্তা ছেড়েছেন। এখন মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরিয়ান/সিআর/এম. জামান

আর্কাইভ