• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গাবতলী বেড়িবাঁধ এলাকায় ২০ বিঘা জমি উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৫:১০ পিএম

গাবতলী বেড়িবাঁধ এলাকায় ২০ বিঘা জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ দখল থেকে ২০ বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিভিন্ন নামে-বেনামে বিগত ৩০ বছর অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল এই  জমিগুলো।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাবতলীর এই জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়। সময় সেখানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। দখলদারদের হটিয়ে তাৎক্ষণিক সেখানে বালু ফেলে সকল পথ বন্ধ করে দেয়া হয়। এরপর সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়।

দখল উচ্ছেদ চলাকালে মেয়র আতিক বলেন, ‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি বেড়িবাঁধ স্লুইস গেট এলাকায়। এই জায়গাতে বেশ কিছু বাউন্ডারি করে ফেলেছি গত দুই বছরে, কিন্তু কিছু কিছু জায়গায় পকেট রয়ে গেছে। এই পকেট বাউন্ডারি ওয়ালের পূর্ব দিকের জায়গাগুলো অবৈধভাবে দখল করেছে। এখানে প্রায় সাড়ে একর জমি অর্থাৎ প্রায় ২০ বিঘা জমি আমরা যদি প্রাচীরটা করে দিতে পারি তাহলে পুরো জমি আমাদের দখলে চলে আসবে।

তিনি বলেন, ‘আগে এই প্রাচীর করতে পারছিলাম না। এখানে কেউ একজন পরিচয় দেন উনি একজন ডিআইজি। আমাদের যে- কাজ করতে আসেন তার নামে মামলা দিতে চান, ভয় দেখান। এখানে আমাদের জায়গার ওপর দিয়ে ট্রাক নিয়ে তারা ভেতরে ওয়ার্কশপ করেছে। দুই পাশে বাউন্ডারি ওয়াল মাঝখানে তারা পথ বানিয়ে ফেলেছে। সমস্ত ট্রাক ভেতরে থাকত।

আতিক বলেন, ‘এরা অত্যন্ত মাসলম্যান, প্রভাবশালী। তারা কখনও রাজনৈতিক পরিচয় দেন, কখনও ক্ষমতার দাপট দেখান। কিন্তু আজকে কাউন্সিলরসহ এলাকার সবাইকে নিয়ে আসছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার মানে যারা মুখে বলেন তাদের জায়গা, যদি জমি বৈধ থাকত তাহলে তারা আজকে আপনাদের সামনে ফেস করতেন। কেউ কিন্তু কাগজ আনতে পারছেন না। সুতরাং আমাদের অভিযান চলমান থাকবে। আজ ঢাকা শহরের প্রায় ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। মিরপুর এই এলাকাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ‘আমাদের ফর্মুলা হচ্ছে যখনই উচ্ছেদ হবে তখনই বাউন্ডারি ওয়াল হবে। এখানে ৫২ একর জমি সেই জায়গায় ইটের গদি আছে, বালির গদি আছে, কয়লার গদি আছে, বিজিবি মার্কেট আছে। যে যার নাম ব্যবহার করে দখল করছে আমার কথা হচ্ছে আমি টোটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আনব। যারা বালুর ব্যবসা করছেন, যারা কয়লার ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ- আপনারা ব্যবসা করতে হলে সুষ্ঠু ব্যবস্থাপনায় আসতে হবে।

দখলদারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা অন্যায়ভাবে দখল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবৈধ দখলদারের জন্য আমি কোনো বৈধ নোটিশ দেব না। আমি কোনো আইনি ব্যবস্থা নেব না। অবৈধ দখলদারদের জন্য বৈধ কোনো কাগজ দেব না। যারাই যে ব্যবসা করেন আপনাদের সুস্থ ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। আগামী থেকে মাসের মধ্যে বাউন্ডারি ওয়াল শেষ করে একটা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসব।

সবুজ/এম. জামান

আর্কাইভ