প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০২:২৯ পিএম
সারা দেশে চলমান
সড়ক এবং সেতুর কাজ
দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ
দিয়েছেন সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনায়
চলমান কাজের গতি কমে যায়।
এই ধীরগতি এখন পুষিয়ে দিতে
হবে।
রোববার
(১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জোনের অধীনে
৯টি সেতু উদ্বোধন ও
মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত
হয়ে তিনি এ নির্দেশনা
দেন।
আশাবাদ
প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন,
‘আগামী বছরে পদ্মাসেতু, মেট্রোরেল,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
টানেল ও বিআরটি প্রকল্প
উদ্বোধন করা হবে। চলমান
নির্মাণাধীন প্রকল্পগুলোর কাজ শেষ হলে
সারা দেশে যোগাযোগ খাতে
এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।’
যাত্রাবাড়ীর
সুলতানা কামাল সড়কের জনভোগান্তি কথা স্মরণ করে
দিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়টির প্রতি
গুরুত্বসহকারে নজর দিতে হবে।
বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণ
কাজ দ্রুত করার নির্দেশ দিয়ে
ওবায়দুল কাদের বলেন, জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয়
প্রস্তুতিমূলক কাজে আরও দ্রুততার
সাথে এগিয়ে নিতে হবে।
সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী সড়ক
নিরাপত্তাবিষয়ক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মাথায় নিয়ে সড়ক নিরাপত্তা
কার্যক্রম জোরদার করার জন্যও সংশ্লিষ্টদের
নির্দেশ দেন। তিনি আবারও
বলেন, বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন
করবে বলে বারবার আগ্রহ
প্রকাশ করেও সময়ক্ষেপণ করছে,
এমতাবস্থায় তারা যদি আবারও
বিলম্ব করে তাহলে বাংলাদেশ
নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি
বাস্তবায়ন করবে।
ঢাকা
সড়ক জোনের অধীনে বিশ্ব ইজতেমা সড়ক চার লেনে
উন্নীতকরণ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দৃষ্টিনন্দন কামারপাড়া
সেতু, গাজীপুর সড়ক বিভাগের আওতায়
ধলাগড় সেতু, পাথর ধারা সেতু,
মাওনা-ফুলবাড়িয়া -কালিয়াকৈর-ধামরাই-নবীনগর মহাসড়কে শালদহ সেতু, ফুলবাড়িয়া সেতু, বেগুনবাড়ি সেতু এবং মানিকগঞ্জ
সড়ক বিভাগের আওতায় বেনীপুর সেতু, ডেমরা সেতু ও শরীফবাগ
সেতুসহ মোট ৯টি সেতুর
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নূর/ডাকুয়া