• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকার দোকানে প্রাইভেটকার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:১৮ এএম

মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকার দোকানে প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা ফুচকার দোকানে উঠে গেছে একটি প্রাইভেটকার। ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় পাঠানো হয়েছে একটি হাসপাতালে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭দিকে রূপনগর এলাকায় ঘটনা ঘটে। রূপনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. তাজুল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ’আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপনগর রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের বিপরীত পাশের সড়কে একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা ফুচকার দোকানে উঠে যায়। ঘটনায় ফুচকার দোকানটি সম্পূর্ণ ভেঙে যায় এবং গাড়িটিরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সময় গাড়ির চালকসহ মোট তিনজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাস্থল থেকে গাড়িটি সরানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ’সাড়ে ৭টার দিকে মেইন রোড থেকে একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। এক পর্যায়ে ফুচকার দোকানের ওপর গাড়িটি উঠে যায়। সময় জন আহত হন। গাড়ির চালক একজন মহিলা ছিলেন এবং তার পাশের সিটে একজন পুরুষ ছিলেন।

 

ইফাত

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ