• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৯:২৩ পিএম

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

সিটি নিউজ ডেস্ক

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ করোনা টিকা দেশে আসছে। শনিবার ভোরে টিকা বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালং ইয়ান তথ্য জানান। এরই মধ্যে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সর্বদা বাংলাদেশি বন্ধুদের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে। তাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা পাশে থাকব।

এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

এছাড়া জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

টিআর/ডাকুয়া

 

আর্কাইভ