• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় স্ত্রীকে হত্যা

প্রকাশিত: মে ৭, ২০২১, ০৭:২৮ পিএম

প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় স্ত্রীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমা আক্তার মুন্নি (২০) ও জিহাদের (২২)। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়েতে রাজি ছিল না মুন্নির পরিবার।

বিয়ের পরে জিহাদের বাড়িতে ওঠে মুন্নি। স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে ভালোই যাচ্ছিল তার দিন। তবে কিছুদিন বাদেই ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিতে মুন্নিকে চাপ দিতে থাকে জিহাদ। এ নিয়ে বেশ কয়েকবার শারীরিক নির্যাতনও করে তার স্বামী। এর সূত্র ধরে বুধবার (৫ মে) দিবাগত রাতে নিজেদের শয়ন কক্ষে মুন্নিকে গলা টিপে হত্যা করে জিহাদ।

ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের।
নিহত ফাতেমা আক্তার মুন্নি নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড মধুসুদনপুর এলাকার আহসান উল্যার মেয়ে। আর জিহাদ ছয়ানী ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের হারুনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুন্নির মা খায়রুন নেছা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় জিহাদকে প্রধান আসামি করা হয়েছে। আর অভিযুক্ত জিহাদকেও গ্রেফতার করেছে পুলিশ।  

নিহতের মা খায়রুন নেছা বলেন, 'সেহরির সময় জিহাদের মা জোসনা বেগম ভাত খাওয়ার জন্য মুন্নিকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি মোবাইল করে আমাদের বিষয়টি জানায়। ওই বাড়িতে গিয়ে মুন্নির লাশ খাটের ওপর দেখতে পেয়ে পুলিশকে অবগত করি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।'

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, 'খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জিহাদকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুন্নিকে গলা টিপে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য জিহাদকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।'

এএএম/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ