• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:৫০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপের মধ্যেই করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তার আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৮ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ দিন সকালে গুলশান-২ এলাকায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সরকারি, বেসরকারি ও আধা সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজসহ মোট ৪৪৩টি প্রতিষ্ঠানে ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকার আওতায় কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে, সেগুলোতে ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’

এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা, খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করা হবে বলেও জানান মেয়র আতিক।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ খুবই জরুরি। তাই প্রত্যেকটি বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।’

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ