প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০১:০৮ পিএম
দেশে বিশেষ ক্যাম্পেইনের আওতায় আগস্টে শুরু হওয়া গণটিকার প্রথম ডোজ নেওয়া
ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে
দেশব্যাপী একযোগে এই টিকা দেওয়া শুরু হয়।
টিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন দেখা
যায়। টিকা পেতে ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। সকাল ৯টার মধ্যেই অনেক
কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। যদিও টিকাপ্রত্যাশীদের অধিকাংশই মানছেন না
স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা গ্রহণকারীরা
প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। টিকাদান শুরুর
প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে। সব সিটি করপোরেশন এলাকায়
আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে আজ ৭
সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকাগ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও
১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাগ্রহণ করবেন।
এ ছাড়াও সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ
নিয়েছিলেন, প্রত্যেকেই একই
কেন্দ্রে আজ দ্বিতীয় ডোজ টিকাগ্রহণ করবেন।
স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির
সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, করোনাভাইরাসের
টিকার বিশেষ ক্যাম্পেইনের আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আজ থেকে
দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দ করা দ্বিতীয় ডোজের টিকা
পাঠানো হয়েছে।
এর আগে ৭ আগস্ট সকাল ৯টা থেকে সারা
দেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি
পৌরসভার পাশাপাশি সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
শুরু হয়েছিল।
টিআর/এএমকে