• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কুড়িগ্রামে যাত্রী শূন্যতায় বাস, নেই স্বাস্থ্যবিধির বালাই

প্রকাশিত: মে ৭, ২০২১, ০৯:২৪ এএম

কুড়িগ্রামে যাত্রী শূন্যতায় বাস, নেই স্বাস্থ্যবিধির বালাই

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা মোকাবেলায় চলমান বিধিনিষিধে বন্ধ ছিলো গণপরিবহন। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৬ মে) থেকে সারা দেশে শুরু হয়েছে বাস চলাচল। সারা দেশের মতো কুড়িগ্রাম জেলার অভ্যন্তরেও বাস চলাচল করতে দেখা গেছে। তবে শুধু জেলার অভ্যন্তরে বাস চলাচল করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে দেখা গেছে উদাসীনতা।

জেলা মোটর মালিক সমিতির সদস্য আবু তাহের বলেন, ‘যাত্রীদের মাস্ক পরতে বলা হলেও কিছু মানুষ পরেননি। সেখানে আমাদের করার কী আছে! এ ছাড়া সুনির্দিষ্ট বাস স্টপেজ না থাকায় বাস চলাচলে সমস্যা হচ্ছে। ফলে ঠিকমত যাত্রী পাওয়া যায় না।’ 

মেরিনা পারভীন নামে এক যাত্রী বলেন, ‘আমার ছেলে অসুস্থ। একমাস পরে বাস চলাচল করার কথা শুনে আসলাম। কিন্তু রংপুর যেতে দুই তিন জায়গায় বাস বদল করতে হবে। আমি নিজেও অসুস্থ কীভাবে রংপুর পৌঁছবো জানি না।’

এ বিষয়ে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘আমরা মালিক, চালক ও হেল্পারদের সচেতন করতে কাজ করছি। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে।’ 

এদিকে সকাল থেকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন রুটে অল্প কয়েকটি বাস ছেড়ে যায়। রংপুরগামী কয়েকটি বাসে দুই সিটে একজন করে যাত্রী বসানো হলেও, বেশি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এসব নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। অপরদিকে যাত্রী কম হলে তেলের দামও উঠবে না বলে জানান চালকরা।  

জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান বকসী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই বাস চালাতে চাই। তিস্তা সেতুর পাশে অস্থায়ী বাসস্ট্যান্ড করে দেয়ার জন্য পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি। ফলে সকাল থেকে যাত্রী কম হওয়ায় রংপুরগামী বাস চলাচল বন্ধ রাখা হয়। রাস্তায় থ্রি হুইলার চলাচল করায় যাত্রীরা ওসব যানবাহনে যাচ্ছেন বেশি। এতে করে বাসের যাত্রী আরও কমে গেছে।’ 

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমীন বলেন, ‘জেলায় চারটি পয়েন্টে যান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যাতে জেলার বাইরে বাস চলাচল করতে না পারে এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কোনভাবেই যাতে বিঘ্নিত না হয় সেটি কঠোরভাবে মনিটর করা হচ্ছে।

টিআর/ডব্লিউ এস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ