• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মাদকাসক্ত ছিল স্পিডবোট চালক শাহ আলম

প্রকাশিত: মে ৭, ২০২১, ০৯:১০ এএম

মাদকাসক্ত ছিল স্পিডবোট চালক শাহ আলম

রফিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ি ঘাটে দুর্ঘটনার শিকার সেই স্পিডবোটটির চালক মো. শাহ আলম (৩৮) ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের ডোপ টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাংক চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহ আলম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভাতা ঈদগাহপুর এলাকার আবুল কালামের ছেলে।

দুর্ঘটনার দিন সোমবার (৩ মে) শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেদিন রাতেই পুলিশ পাহারায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৪ মে) ভোরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। বর্তমানে তিনি পুলিশের নজরদারিতে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনায় মাথায় ও হাতে আঘাত পেয়েছেন তিনি। 

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘প্রশাসনের নির্দেশনায় ওই চালকের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়। ডোপ টেস্টে স্পিডবোট চালকের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ তিনি মাদকাসক্ত ছিলেন। রিপোর্ট অনুযায়ী তিনি এমফিটামিন (ইয়াবা) ও মারিজুয়ানা (গাঁজা) সেবনে আসক্ত। ডোপ টেস্টের রিপোর্ট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত ৩ মে মাদারীপুরের স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয় ২৬ জন যাত্রী। এতে স্পিডবোটটির চালকসহ পাঁচজন আহত হন।

ডব্লিউ এস

আরও খবর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ