• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জের নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:২৮ এএম

কেরানীগঞ্জের  নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জের নুরু মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে  এনেছে ফায়ার সার্ভিস।  প্রায় দেড় ঘন্টা পরিশ্রমের পর রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ জানাতে পারেননি তিনি।

এর আগে রাত এগারোটার দিকে আগুনের সুত্রপাত হয় সেখানে। খবর পেয়ে  আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনার পর লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইফাত 

আর্কাইভ