প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০১:৩২ পিএম
নাশকতার
অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার এক মামলায় প্রকৃত আসামি নোয়াখালীর মোদাচ্ছের
আনছারী ওরফে মোহাদ্দেসের পরিবর্তে মো. জহির উদ্দিনকে আসামি করার বিষয়ে হাইকোর্টে
শুনানি হয়েছে। এর রায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.
মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
পিবিআইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, মামলার আসামি অন্যজনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনে মুক্ত হন।
নাশকতার অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার এক মামলায় প্রকৃত আসামি নোয়াখালীর
মোহাম্মদ জহির উদ্দিন নয় মর্মে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পিবিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, মামলার প্রকৃত
আসামি নোয়াখালীর কোম্পানীগঞ্জের আহসান উল্লাহর ছেলে মোদাচ্ছের আনছারী ওরফে
মোহাদ্দেস। এ অবস্থায় করণীয় বিষয়ে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীপক্ষের কাছে লিখিত
ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববারের মধ্যে উভয়পক্ষকে ব্যাখ্যা দাখিল করতে
বলা হয়েছিল।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট
বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এ নির্দেশ দেন। জহির উদ্দিনের করা এক রিট আবেদনের
পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে পিবিআই।
আদালতে ওইদিন রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
নূর/এএমকে