প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:৪২ এএম
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির
করা হবে হেফাজতে ইসলামের
সাবেক নেতা মাওলানা মামুনুল
হককে। রোববার (৫ সেপ্টেম্বর) খুলনার
সোনাডাঙ্গা মডেল থানার একটি
বিস্ফোরক মামলায় তাকে হাজির করা
হবে। সোনাডাঙ্গা মডেল থানায় ২০১৩
সালে তার বিরুদ্ধে মামলাটি
করা হয়। শুক্রবার (৩
সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন
ভ্যানে তাকে খুলনায় আনা
হয়।
বিষয়টি
নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার
মো. ওমর ফারুক। তিনি
বলেন, ‘এজন্য কারাগার থেকে আদালত এলাকা
পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
মামলার
চার্জশিট সূত্রে জানা গেছে, ২০১৩
সালের ২২ ফেব্রুয়ারি বিকেল
সোয়া ৪টার দিকে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেফতার করা যুদ্ধাপরাধীদের মুক্তি
ও সরকারবিরোধী স্লোগান দিয়ে জামায়েতে ইসলামী,
বিএনপি ও হেফাজতে ইসলামীসহ
১২ দলের প্রায় ৩
হাজার মানুষ মিছিল বের করে। মিছিলটি
নগরীর ডাকবাংলা ও ময়লাপোতা মোড়
হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের
দিকে যাচ্ছিল। ফুজি কালার ল্যাবের
সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ
সময় অংশগ্রহণকারীরা মিছিলের মধ্য থেকে পুলিশের
ওপর ককটেল বোমা ও গুলি
নিক্ষেপ করতে থাকে। পুলিশও
আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা
গুলি করে। নিক্ষিপ্ত বোমার
আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়। সে
সময় তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিছিলটি
ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান
থেকে ২৬ জনকে গ্রেফতার
করা হয়।
ওই
ঘটনায় এসআই আলমগীর কবীর
বাদী হয়ে খুলনা জেলা
ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজতে
ইসলামীর নেতা মাওলানা মামুনুল
হকসহ ২৬ জনের নামে
২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন, যার নম্বর ২৩।
নূর/এএমকে