প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১০:৫০ এএম
হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল
হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির
করার কথা রয়েছে। খুলনা
নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায়
রোববার (৫ সেপ্টেম্বর) তাকে
আদালতে তেলা হবে।
এর
আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল
৪টায় মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে
স্থানান্তর করা হয়।
এ
সময় খুলনার জেলা কারাগারের পার্শ্ববর্তী
এলাকা থেকে আদালত চত্বর
পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ।
খুলনা
জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক
গণমাধ্যমকে জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায়
২৩(২)২০১৩ রোববার
তাকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির
করা হবে।
কারাগারের
জেলার তরিকুল ইসলাম বলেন, কারাগারে মামুনুল হক বিশেষ নজরদারিতে
থাকবেন। পাশাপাশি কারাগারের বাইরের এলাকায় কেএমপি পুলিশ ও র্যাবের
নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কাশিমপুর
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, সোনাডাঙ্গা থানার ২৩(২)২০১৩নং
মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার
জন্য হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে
জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা
কারাগারে নেওয়া হয়।
সোনাডাঙ্গা
থানার পুলিশ জানায়, ২০১৩ সালের ২২
ফেব্রুয়ারি মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে
খুলনা জেলা ইমাম পরিষদসহ
সমমনা ইসলামি কয়েকটি দল নগরীতে বিক্ষোভ
মিছিল বের করে। এ
সময় পুলিশের সঙ্গে তাদের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায়
সোনাডাঙ্গা থানার এস আই আলমগীর
কবীর বাদী হয়ে ২০
জনের নাম উল্লেখসহ অজ্ঞাত
পরিচয় দুই থেকে আড়াই
হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
হামলা চালিয়ে পুলিশকে আহত করা ও
সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে
এই মামলা করা হয়।
এর
আগে গত ১১ মে
রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয়
কারাগার থেকে কাশিমপুর কারাগারে
স্থানান্তর করা হয়েছিল। নারী
ও শিশু নির্যাতন মামলা,
পুলিশি কাজে বাধা, ভাঙচুর
ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেফতার
রয়েছেন মামুনুল হক। গত ১৮
এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর ১২টার
দিকে মামুনুল হককে গ্রেফতার করা
হয়।
টিআর/এএমকে