• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, তদন্ত কমিটি

প্রকাশিত: মে ৫, ২০২১, ১০:০৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে এ কমিটি গঠন করা হয়।

এর আগে সোমবার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মারা গেছেন নারী ও শিশুসহ অন্তত সাতজন। আহত হয়েছেন প্রায় দুই হাজার তিন শ’ মানুষ।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, এ পর্যন্ত আগুনে পুড়ে নিহত হয়েছেন সাতজন। এর মধ্যে একজন নারী, দুটি শিশু ও চারজন বৃদ্ধ রয়েছেন। ঘটনাস্থলে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ,  বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক বসত-ঘর পুড়ে গেছে। নিহত হয়েছেন সাতজন এবং আহত হয়েছেন দুই হাজার তিন শ’ মানুষ।

কক্সবাজার অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদৌজা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার (২২ মার্চ) রাতে ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএম/ এম. জামান/২৩মার্চ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ