নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দাহ করার উদ্দেশ্যে রাখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল কেড়ে নিয়ে গেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) এই ঘটনা ঘটে।
এ দিন নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করার কর্মসূচি দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই কুশপুতুল কেড়ে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দিই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুতুল তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সব অপকর্মের সমর্থন দিয়েছে।’
সবুজ/এম. জামান/২৩ মার্চ/২০২১
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন