• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পালিত হচ্ছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৯:০৯ পিএম

পালিত হচ্ছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া’ প্রতিপাদ্য নিয়ে আজ (২৩ মার্চ) পালিত হচ্ছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’। বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ এই দিবসটি পালন করছে।

মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনে এর প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাবের বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্যে সমুদ্রকে প্রাধান্য দেয়া হয়েছে। একইসঙ্গে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে।

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাণীতে তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্রবিজ্ঞান দশক হিসেবে চিহ্নিত করেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও সম্যক ধারণা অর্জনের জন্য সমুদ্রবিষয়ক জ্ঞান অর্জন অপরিহার্য। গ্রিন হাউজ গ্যাস দ্বারা বায়ুমণ্ডলে আবদ্ধ তাপশক্তির বেশিরভাগই সমুদ্র সংরক্ষণ করে, যা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সমুদ্রের তাপমাত্রা ও উচ্চতা বৃদ্ধি অনুধাবনে ব্যাপক পর্যবেক্ষণ ও গবেষণা অপরিহার্য।’

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে।  বিশ্ব আবহাওয়া দিবস ২০২১ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। করোনা পরিস্থিতির কারণে এ অধিদফতরের সদর দফতর ও দেশের বিভিন্ন শাখা অফিস দিবসটি সীমিত আকারে পালন করছে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়েছে। অধিদফতরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্যচিত্র মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। এ ছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

সবুজ/এএমকে/২৩ মার্চ/২০২১

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ