• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

লঞ্চ ও স্পিডবোট বন্ধ, ফেরিতে উপচে পড়া ভিড়

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:২৩ পিএম

লঞ্চ ও স্পিডবোট বন্ধ, ফেরিতে উপচে পড়া ভিড়

রফিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। যে কারণে পার হওয়ার জন্য ফেরিতে ভিড় করছে হাজারও মানুষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকেই নৌরুট দিয়ে রাজধানী ঢাকামুখী যাত্রীদের যেমন ভিড় রয়েছে তেমনি ঢাকা থেকে ঘরমুখো যাত্রীদেরও ভিড় রয়েছে। তবে সকাল থেকে যাত্রীদের চাপ থাকলেও ফেরির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে যাত্রীদের ভিড় কমতে শুরু করে।

সরেজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে জানা গেছে, সকাল থেকে তিনটি রো রো, ছয়টি ডাম্ব, তিনটি কে ধরন ও তিনটি ছোট ফেরিসহ মোট ১৫টি ফেরি চলাচল করছে। এর আগে সীমিত পরিসরে সাত-আটটি ফেরি চলাচল করলেও পণ্যবাহী পরিবহন পারাপারে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা।

এ দিকে এ নৌরুটে প্রায় সব ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি কিছুটা কমেছে। ঘাটে এসে যাত্রীরা নির্বিঘ্নে ফেরি পার হতে পারছে। তবে ঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। 
অন্যদিকে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের বাংলাবাজার ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয়। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি-হুইলার, মাহেন্দ্র, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

ঢাকা থেকে বরিশালগামী যাত্রী মাহমুদ হোসেন বলেন, ‘ঢাকা থেকে এ পর্যন্ত এসেছি তাতে প্রায় ৫০০ টাকা শেষ, এখান থেকে বাড়ি যেতে মোটরসাইকেলে দেড় হাজার টাকা ভাড়া চাচ্ছে। কী আর করব জরুরি কাজে বাড়ি যেতে হবে।’

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ঘাটে যাত্রী ও যানবাহনে তেমন চাপ নেই। মোট ১৫টি ফেরি চলছে। এই মুহূর্তে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। তবে যাত্রীদের চাপ থাকলেও ফেরি বেশি থাকায় যাত্রীদের ভোগান্তি নেই।

ডব্লিউ এস/এম. জামান
আর্কাইভ