• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
ফ্রান্স টুয়েন্টিফোর

রাশিয়ার কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন, পাল্টা আক্রমণের চেষ্টা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৮:৪৮ এএম

রাশিয়ার কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন, পাল্টা আক্রমণের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৪০ ভাগের এরও বেশি অঞ্চল হারিয়েছে ইউক্রেন। আগস্ট থেকে এখানে আশ্চর্যজনক আক্রমণে দ্রুত দখল করে নিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে। রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে। 

ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১ হাজার ৩৭৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে ৮০০ বর্গকিলোমিটার হয়েছে।

ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১ হাজার ৩৭৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে ৮০০ বর্গকিলোমিটার হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে কুরস্কে এবং একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে নিচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যও প্রস্তুত রয়েছে। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার সুরক্ষার জন্য আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখব। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে নতুন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পরই এই ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে ‘নতুন ঝুঁকি’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। তাই প্রতিদিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব না। 

মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৩ হাজার-সাড়ে ৫ হাজার কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

এর আগে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক রূপ পাচ্ছে। পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো পাল্টা হামলা চালাতে পারে।

আর ইউক্রেনে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবেই ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

 


 



 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ