প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৭:২৭ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল
ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান
রুমীর দুই দিনের রিমান্ড
মঞ্জুর করেছেন আদালত। আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের
মামলায় তাদের রিমান্ডে দেয়া হয়েছে।
মঙ্গলবার
(২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ
দেন।
মঙ্গলবার
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজানুর রহমান
এ দুই আসামিকে আদালতে
হাজির করে সাত দিনের
রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিদের
পক্ষে অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য
আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই
আসামির দুই দিন করে
রিমান্ডের আদেশ দেন।
পুলিশ
সূত্রে জানা যায়, চন্দ্রিমা
উদ্যানের আশপাশে ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক
তিনটি মামলা হয়েছে। গাড়ি ভাঙচুরের সময়ের
একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
ভাইরাল হয়েছিল। সেই ছবি ধরে
অনুসন্ধান করতে গিয়ে গত
২৩ আগস্ট রাতে জুয়েল ও
রুমীকে যাত্রাবাড়ীর কাজলা থেকে গ্রেফতার করা
হয়।
নূর/এম. জামান