• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নৌযান চলাচলের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি কাল

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৯:২০ পিএম

নৌযান চলাচলের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে নৌযান চলাচলের সুযোগ দেয়ার দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন নৌযান শ্রমিকরা। কাল বুধবার ( মে) বেলা ১১টায় কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার ( মে) শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- লকডাউনে মানবেতর জীবন যাপন করছেন যাত্রীবাহী নৌযান শ্রমিকরা। পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন। তাদের বেতন-ভাতা নেই, কোনো ধরনের সহায়তাও নেই। সব কিছু খুলে দিলেও সাশ্রয়ী এই পরিবহন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত ভাড়া স্বাস্থ্যঝুঁকি নিয়ে মানুষ বিকল্প পন্থায় যাতায়াত করছেন।

অবস্থায় শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়ে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত ছাড়াই নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্তে নৌযানে কর্মরত শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট কর্মজীবী মানুষ অনিশ্চয়তায় পড়েছেন।

নৌযান বন্ধের প্রতিবাদে মঙ্গলবার সকালে যাত্রীবাহী শ্রমিকরা সদরঘাটে বিক্ষোভ মিছিল করেছেন। 

তরিকুল/নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ