• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘তালেবান জনগণের সরকার হলে পাশে থাকবে বাংলাদেশ’

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০১:৩৬ পিএম

‘তালেবান জনগণের সরকার হলে পাশে থাকবে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনগণের ইচ্ছার প্রেক্ষিতে আফগানিস্তানে যে সরকার গঠিত হবে তাদের সঙ্গে বাংলাদেশ সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেআয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘আমরা জনগণের সরকারে বিশ্বাস করি। জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে যদি কোনো সরকার গঠিত হয়, তারা যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারে, তাদের আমরা সমর্থন দিব। বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি তারা যদি আমাদের সাহায্য-সহযোগিতা চায়, আমরা যতদূর পারি দেখব।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষা খাতে, আইটি খাতে, কৃষি খাতে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছি। তারা যদি এসব সেক্টরে সহযোগিতা চায়, তবে আমরা দিব। আমরা সার্কভুক্ত সব দেশকে সহযোগিতা করতে রাজি আছি।’

তিনি বলেন, ‘আমাদের সরকার চায় সার্কের সব দেশের উন্নয়ন। আমাদের সক্ষমতা থাকলে অবশ্যই আমরা প্রতিবেশীর উন্নয়নে সহযোগিতা করব।’

তালেবান উত্থানে বাংলাদেশে জঙ্গিবাদের আশঙ্কা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের মূল উৎপাটনের কাজ করছি। এর আগে আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে যারা দেশে এসেছে, তাদের উৎখাত করেছি। সরকার ও প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ আছে।’

মোমেন বলেন, ‘আমরা দেশবাসীকে বলি, আপনারা ভুল পথে আর যাবেন না। এতে আপনি, আপনার পরিবার, সমাজ সমস্যায় পড়বে। ফলে খারাপ পথে যাবেন না।’

টিআর/ এম.জামান
আর্কাইভ