• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পেয়ারা পাতার চায়ের উপকারিতা জানলে চমকে উঠবেন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৫:৫৬ পিএম

পেয়ারা পাতার চায়ের উপকারিতা জানলে চমকে উঠবেন

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

নিয়মিত পেয়ারা পাতার চা বানিয়ে খেতে পারেন। কারণ, এতে এত উপকারিতা রয়েছে, যা জানলে চমকে উঠবেন!

পেয়ারা খেতে পছন্দ করেন অনেকেই। সুস্বাদু এই ফলটির উপকারিতা অনেক। এটি স্বাস্থ্যের জন্যও ভরপুর ভিটামিনযুক্ত। কিন্তু জানেন কি পেয়ারার পাশাপাশি এর পাতাও কতটা খুব উপকারী? বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার উপকারিতা বহুগুণ।

পেয়ারা পাতা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। অনেকভাবেই সেবন করা যায় উপকারী এ পাতা। তবে চায়ের মধ্যে পেয়ারা পাতা ফুটিয়ে খাওয়ার রেওয়াজ রয়েছে অনেক দেশে। পুষ্টিবিদরা বলছেন, পেয়ারা পাতার চা ভেষজ হিসেবে পরিচিত, যাতে অ্যান্টি-অক্সিডেন্টস, ফ্ল্যাভোনয়েডস এবং কোয়েসার্টিকসহ নানা ঔষধি গুণ রয়েছে।

তবে এই চা তৈরি করতে হবে ফুটিয়ে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে পেয়ারা পাতার পানি। আর এতে চিনি না মেশাতে পারলেই সবচেয়ে ভালো হয়। চলুন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবমেডের এক প্রতিবেদন অনুযায়ী জেনে নেয়া যাক পেয়ারা পাতার চা-এর গুণাগুণ সম্পর্কে।

ডায়ারিয়ার জন্য উপকারী
কয়েক দিনের কনকনে ঠান্ডার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও খুব একটা কমেনি শীতের তীব্রতা। শীতে ডায়রিয়াসহ নানা অসুখে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, প্রাকৃতিক উপায়ে ডায়রিয়া সমস্যা কমাতে পেয়ারা পাতার চায়ের জুড়ি মেলা ভার। বিভিন্ন গবেষণায় জানা গেছে, পেয়ারা পাতার চায়ে রয়েছে অ্যান্টিডায়ারিয়াল গুণ। তাই এই পানীয় মুখে নিলে ধীরে ধীরে সমস্যা কমে মুক্তি পেতে পারেন ডায়রিয়া থেকে।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ
প্রচুর মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর ডায়াবেটিস এমন একটি রোগ, যা রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বাড়িয়ে দেয়। এ জন্য ব্লাড সুগারে আক্রান্ত মানুষকে অবশ্যই নিজের খাবারের দিকে নজর রাখতে হবে। চিকিৎসকদের মতে, পেয়ারা পাতার চা রক্তে সুগার বাড়তে দেয় না। তাই প্রতিদিন পেয়ারা চা পান করলে অনেকটাই ভালো থাকবেন।

ব্যাকটেরিয়া-ফাঙাসের আক্রমণ থেকে বাঁচায়
প্রতিটি মানুষকে ব্যাকটেরিয়া ও ফাঙাসের আক্রমণ থেকে বাঁচতে হবে। সে ক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে কিছু অ্যান্টি-অক্সিডেন্ট, ট্যানিন, অ্যাসিড। এই সব মিলিয়ে পেয়ারা পাতার চা শরীরের জন্য খুবই ভালো। তাই প্রতিদিন খেতেই পারেন পেয়ারা পাতার চা। এতে আশা করা যায়, সুস্থই থাকবেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ