• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিশুর কান ফোঁড়ানোর কথা ভাবছেন? জেনে নিন কিছু তথ্য

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ১২:৩৯ এএম

শিশুর কান ফোঁড়ানোর কথা ভাবছেন? জেনে নিন কিছু তথ্য

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

মেয়েদের ছোট থাকতেই কান ফোঁড়ানো হয়। অনেকে বড় হয়েও কান ফোঁড়ান । ছোট বেলায় কানের লতি অনেকটাই নরম থাকে। তাই সঠিক নিয়ম না জানলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

শিশুর কান ফোঁড়ানোর সময় অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন-

১. অনেকের মতে, ছ’মাস বয়সের আগে শিশুর কান ফুটো করানো উচিত নয়। খুব ভালো হয়, যদি শিশুর বয়স এক বছর পেরিয়ে গেলে তবে কান ফোঁড়ান।

২. অভিজ্ঞ কাউকে দিয়েই শিশুর কান ফোঁড়ানো উচিত। বাড়িতে কখনই এই কাজ করা ঠিক নয়।

৩. কান ফোঁড়ানোর পরেই লতিতে সোনা বা রুপোর দুল না পরিয়ে সার্জিকাল স্টেনলেস স্টিলের দুল পরাতে পারেন। কিংবা নিম কাঠি পরিয়ে রাখলেও চলবে। তবে তিন থেকে সাতদিনের মধ্যে খুলে স্বর্ণের দুল পরাতে পারেন। অনেকেই শিশুর কান ফোঁড়ানোর পর প্রথমে সুতো পরিয়ে রাখেন। এতে সংক্রমণের ঝুঁকি দেখা দিতে পারে।

৪. শিশুর কান ফুটো করার পরে লেবু জাতীয় ফল বেশি করে খাওয়ানো উচিত। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে দিতে ভীষণ উপকারী।

৫. শিশুর যদি কোনও খাবারে অ্যালার্জির সমস্যা হয়, তা হলে কান ফোঁড়ানোর পরে সেই সব খাবার কোনও ভাবেই খাওয়ানো যাবে না। শিশুর যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কান ফোঁড়ানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ