• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রিয়জনের সঙ্গে অ’ন্তরঙ্গ ভিডিও! যেভাবে সামাল দেবেন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৭:৪০ পিএম

প্রিয়জনের সঙ্গে অ’ন্তরঙ্গ ভিডিও! যেভাবে সামাল দেবেন

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বর্তমানে এদিক সেদিক থেকে খবরে আসে প্রেমিক-প্রেমিকার যৌ’নতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় টুক করে ফাঁস হয়ে গিয়েছে। তারপর সমাজে মুখ দেখাতে পারেন না যুবক-যুবতী। এই নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে বলিউডে কিংবা হলিউডে।

আর ইদানিং অদ্ভুত একটা ট্রেন্ড চালু হয়েছে বিশ্বজুড়ে। নিজের ব্যক্তিগত সময়কেও অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন। তবে এই ট্রেন্ড অনেক সময়ই অপরাধের সৃষ্টি করছে। এক্ষেত্রে যদি ব্রেকআপের ঘটনা ঘটে, তাহলে অনেকেই এই সমস্ত ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতি সামাল দেবেন কীভাবে?

> অ’ন্তরঙ্গ মুহূর্তের সময় যদি দেখেন আপনার সঙ্গী মোবাইল ফোন দিয়ে পুরো সে’’ক্সের রেকর্ড করছেন। তাহলে প্রথমেই না করুন। সোজা জানান আপনার আপত্তির কথা। দরকার পড়লে যৌ’’নক্রিয়া বন্ধ করে প্রতিবাদ করুন।

> আগে থেকেই যদি সঙ্গীর এ ধরনের ইচ্ছের কথা জানতে পারেন, তাহলে পরিষ্কার আপনার যে বিষয়টি পছন্দ নয়, তা জানিয়ে দিন।

> প্রথম দিনই সঙ্গীকে জানিয়ে দিন এই ধরনের ভিডিও রেকর্ড করতে আপনি স্বচ্ছন্দ্য নয়।

> যদি দেখেন ব্যক্তিগত ভিডিও (Video) নিয়ে কথায় কথায় হুমকি দেওয়ার চেষ্টা করছেন আপনার সঙ্গী, তাহলে প্রথমেই পুলিশের সাহায্য নিন। কেননা, ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে।

আর্কাইভ