• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কখন ৯ থেকে ১ বাদ দিলে ১০ হয়? অনেক বুদ্ধিমানেরাও উত্তর দিতে ব্যর্থ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০১:৩৭ এএম

কখন ৯ থেকে ১ বাদ দিলে ১০ হয়? অনেক বুদ্ধিমানেরাও উত্তর দিতে ব্যর্থ

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

আজকাল চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের পাশাপাশি অনেক ধাঁধার প্রশ্নগুলিও করা হয়। আসলে, এর মাধ্যমে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা বোঝা যায়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে পারে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনাকে অবাক করবে।

১) প্রশ্নঃ ভারতের প্রথম থ্রিডি প্রিন্টেড (3D printed) পোস্ট অফিস কোথায় খোলা হয়েছে?
উত্তরঃ বেঙ্গালুরুতে ভারতের প্রথম থ্রিডি প্রিন্টেড অফিস খোলা হয়েছে।

২) প্রশ্নঃ ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী কোন দেশ?
উত্তরঃ সিঙ্গাপুর (Singapore) আর ভারতের স্থান ৮০ নম্বরে।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম রাজ্য কোনটি যে ১০০ শতাংশ ‘রেল বিদ্যুতায়ন’ সম্পন্ন করেছে?
উত্তরঃ হরিয়ানা (Haryana)।

৪) প্রশ্নঃ সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত কোন মিশন শুরু করেছিল?
উত্তরঃ অপারেশন দোস্ত (Operation Dost)।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের নিউজ চ্যানেল চালু করেছে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অ্যাঙ্কর?
উত্তরঃ ওড়িশা রাজ্যের একটি বেসরকারি নিউজ চ্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অ্যাঙ্কর তৈরি করেছে, যার নাম ‘লিসা’ (Lisa)।

৬) প্রশ্নঃ ২০২৩ সালে সরকারি গণনা অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা কত?
উত্তরঃ ৩,১৬৭টি বাঘ।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টিমোডাল লজিস্টিক পার্ক (International Multimodal Logistics Park) কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ আসামের গুয়াহাটিতে।

৮) প্রশ্নঃ আইফোন নির্মাতা ভারতে প্রথম অ্যাপেল স্টোর (Apple store) খুলেছে কোন শহরে?
উত্তরঃ মুম্বাইয়ে প্রথম অ্যাপেল স্টোর খুলেছে আইফোন নির্মাতা।

৯) প্রশ্নঃ ভারতে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) কবে পালিত হয়?
উত্তরঃ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট-এর আবিষ্কারের সম্মানে প্রতি বছরে ২৮ শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়।

১০) প্রশ্নঃ কখন ৯ থেকে ১ বাদ দিলে ১০ হয়?
উত্তরঃ আসলে, রোমান হরফে ৯ হল ‘iX’ এবার এখান থেকে ‘i’ বাদ দিলে X থাকে, সুতরাং, X = ১০। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ