প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:৩২ এএম
নবম বর্ষে পা দিয়েছে পোষাক সরবরাহকারী প্রতিষ্ঠান আরুবা কালার বুটিক। ২০১৪ সালের এইদিনে ক্রিয়েটিভ ফ্যাশন ডিজাইনার নিগার সুলতানা অনলাইন প্লাটফর্মে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। আন্তজার্তিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের পোষাক ক্রেতাদের হাতে তুলে দিয়ে আস্থা তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
দেশীয় সংস্কৃতি ও মানুষের রুচিবোধের কথা চিন্তা করে আরুবা কালার বুটিক দীর্ঘ ৯ বছরে প্রায় ৩ হাজারেরও বেশী ডিজাইনের প্রোডাক্ট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
ক্রেতাদের ফ্যাশন সচেতন হিসেবে গড়ে তুলতে এবং তাদের হাতে অত্যাধুনিক ডিজাইনের পোষাক তুলে দিতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটির কর্ণধার ডিজাইনার নিগার সুলতানা। বলেছেন, ‘দেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে বর্ষপূর্তিতে নতুন ডিজাইনের পোষাক ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের মনোযোগ আকষর্ণ করছে। পাশাপাশি নিয়মিত ডিজাইনের পোষাক এরও বেশ চাহিদা রয়েছে। আরুবা কালার বুটিক এর লক্ষ্য শুধুই অর্থ উপার্জন করা না, আমাদের একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে।’