• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এমন কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেয়, আর বড়লোকেরা তুলে রাখে?

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৬:৫০ পিএম

এমন কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেয়, আর বড়লোকেরা তুলে রাখে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ইন্টারভিউতে চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের অনেক প্রশ্ন করা হয়। কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে আবার কেউ কেউ ঘাবড়ে গিয়ে উত্তর দিতে না পেরে ব্যর্থ হয়। তবে এই ধরনের প্রশ্নগুলি শুনে কঠিন মনে হলেও উত্তর ততটাই সহজ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন।

১) প্রশ্নঃ একজন পিতা তার কন্যার জন্মের সময় দেয় আর তার বিবাহের সময় কেড়ে নেয়, সেটা কী?
উত্তরঃ পদবী।

২) প্রশ্নঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

 ৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃঅযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৬৭৭ মি.।

৪) প্রশ্নঃ দামোদর নদীকে ‘বাংলার দুঃখ’ বলা হয় কেন? 
উত্তরঃ বর্ষাকালে পশ্চিমবঙ্গের সমভূমিতে ভয়াবহ বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এই কারণে দামোদর নদীকে বাংলার দুঃখ বা Sorrow of Bengal বলা হয়।

৫) প্রশ্নঃ চীনা পর্যটক ফা হিয়েন (Fa Hien) কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে।

৬) প্রশ্নঃ কোন দেশটি হাতিকে পবিত্র পশু বলে মনে করে?
উত্তরঃ থাইল্যান্ড, এছাড়া হাতি সে দেশের জাতীয় পশুও। এমনকি সাদা হাতিও দেখতে পাওয়া যায়।

৭) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ‘সবুজ নগরী’ বলা হয়?
উত্তরঃ ব্যাঙ্গালোরকে (Bangalore) ভারতের সবুজ নগরী বা উদ্যান নগরী বলা হয়।

৮) প্রশ্নঃ মানুষের ওজনের কত শতাংশ রক্ত তার দেহের মধ্যে থাকে?
উত্তরঃ ৭% রক্ত।

৯) প্রশ্নঃ ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়?
উত্তরঃ গামা রশ্মি (Gamma rays)।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস গরিব লোকেরা ফেলে দেয়, আর বড়লোকেরা তুলে রাখে?
উত্তরঃ সর্দি লেগে নাক দিয়ে জল ঝরলে গরিবেরা তা ফেলে দেয়, আর বড়লোকেরা রুমাল দিয়ে নাক পরিষ্কার করে পকেটে রাখে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ