• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চোখের কালো অংশকে মণি আর সাদা অংশকে কী বলে জানেন?

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০২:৫৭ এএম

চোখের কালো অংশকে মণি আর সাদা অংশকে কী বলে জানেন?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করার পর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিয়ে থাকে। এই সময় তারা বিভিন্ন শ্রেণীর পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা তাদের সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ সকালে ওঠার পর কোন রঙ দেখলে চোখ ভালো থাকে?
উত্তরঃ সবুজ রঙ।

২) প্রশ্নঃ একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের যোগান দেওয়ার জন্য কতগুলি গাছের প্রয়োজন হয়?
উত্তরঃ ৭-৮টি।

৩) প্রশ্নঃ পৃথিবীর বাইরে মহাকাশে বলা প্রথম ভাষা কি?
উত্তরঃ রাশিয়ান।

৪) প্রশ্নঃ ছেলেরা তার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কার কাছ থেকে পায়?
উত্তরঃ মায়ের কাছ থেকে।

৫) প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি প্রতিবছর পাল্টে যায়?
উত্তরঃ সুইজারল্যান্ডের।

৬) প্রশ্নঃ কোন দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি করা হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায়।

৭) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পিরামিড আছে?
উত্তরঃ সুদানে।

৮) প্রশ্নঃ একটা গাছ যদি ২৪ ঘন্টায় সূর্যের রোদ পায় তাহলে কী হবে?
উত্তরঃ ফল ও ফুলের আকার দ্বিগুণ হয়ে যাবে।

৯) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে।

১০) প্রশ্নঃ এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে?
উত্তরঃ ৪৮টি।

১১) প্রশ্নঃ ভূত কোন ভাষার শব্দ এবং তার মানে কী?
উত্তরঃ ভূত একটি সংস্কৃত শব্দ, যার মানে অতীত বা সত্বা।

১২) প্রশ্নঃ অঙ্কের প্রতি মানুষের ভয় কে কী বলে?
উত্তরঃ ম্যাথফোবিয়া।

১৩) প্রশ্নঃ মহাত্মা গান্ধীর জন্ম ভারতের কোন রাজ্যে হয়েছিল?
উত্তরঃ গুজরাটে।

১৪) প্রশ্নঃ পৃথিবীর মধ্যে কোন গাছ সব থেকে তাড়াতাড়ি বড় হয়?
উত্তরঃ বাঁশ গাছ।

১৫) প্রশ্নঃ চোখের কালো অংশকে মণি আর সাদা অংশকে কী বলে জানেন?
উত্তরঃ শ্বেতমণ্ডল বা স্ক্লেরা (Sclera) চোখের আচ্ছাদনকারী সাদা অংশ

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ