• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোন দেশে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে জেল হয়?

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০১:৫৪ এএম

কোন দেশে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে জেল হয়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেন প্রস্তুতি নেন তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সব থেকে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ভারতবর্ষ।

 ২) প্রশ্নঃ কোন প্রাণীর রক্তের রং সবুজ হয়?
উত্তরঃনিউ গিনি নামের গিরগিটির রক্ত সবুজ হয়। সবুজ রক্তের কারণে এর পেশী ও জিহ্বাও সবুজ।

৩) প্রশ্নঃ কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে?
উত্তরঃ উটপাখি।

৪) প্রশ্নঃ কোন দেশের ৮০ শতাংশ মানুষ নাস্তিক প্রকৃতির হয়ে থাকে?
উত্তরঃ চীন দেশের ৮০% মানুষ ঈশ্বরে বিশ্বাসী নয়।

৫) প্রশ্নঃ কোন দেশে একটি পুরুষের চারটি বিবাহ করা বৈধ?
উত্তরঃ ইরানে (Iran)।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike) (১৯৬০ সাল)।

৭) প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক পানীয় খাবার কোনটি?
উত্তরঃ চা।

৮) প্রশ্নঃ কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয়?
উত্তরঃ কলাকে।

৯) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের কম্পন মাপা হয়?
উত্তরঃ সিসমোগ্রাফ যন্ত্র।

১০) প্রশ্নঃ কোন দেশে কাঠের শহর তৈরি করা হয়েছে?
উত্তরঃ সুইডেন দেশে, যার নাম স্টকহোম উড সিটি (Stockholm Wood City)।

১১) প্রশ্নঃ কোন দেশে iPhone ব্যবহার করা নিষিদ্ধ?
উত্তরঃ রাশিয়া দেশে iPhone ব্যবহার নিষিদ্ধ।

১২) প্রশ্নঃ ঘুমাতে যাওয়ার আগে কি খেলে হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়া সম্ভবনা কমে যায়?
উত্তরঃ উষ্ণ গরম জল পান করলে হার্ট অ্যাটাক হওয়া সম্ভবনা কমে যায়।

১৩) প্রশ্নঃ কোন গাছের মূল পুরুষের শুক্রাণু বুদ্ধি করে?
উত্তরঃ অশ্বগন্ধার মূল।

১৪) প্রশ্নঃ কোন খেলোয়াড়কে ‘মিস্টার আইপিএল’ বলা হয়?
উত্তরঃ ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina)।

১৫) প্রশ্নঃ কোন দেশে মেয়েদের হার্টের ইমোজি (Heart Emoji) পাঠালে জেল হয়?
উত্তরঃ কুয়েতে দেশের আইন অনুসারে মেয়েদের হার্ট ইমোজি পাঠানো ব্যভিচারের উসকানি হিসেবে মনে করা হচ্ছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ