• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমন কোন জিনিস ১ কেজি কিনলে হয়ে যায় ২ কেজি আর ফেলে দেওয়ার সময় ৩ কেজি?

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৬:৩২ পিএম

এমন কোন জিনিস ১ কেজি কিনলে হয়ে যায় ২ কেজি আর ফেলে দেওয়ার সময় ৩ কেজি?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

যদি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে বিভিন্ন বিষয়ের নলেজের পাশাপাশি আপনার উপস্থিত বুদ্ধি থাকাও খুবই জরুরী। কখনো কখনো ইন্টারভিউতে প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য ধাঁধার প্রশ্নগুলি করা হয়, যার উত্তর বইতে থাকে না। উত্তর দিতে হয় বুদ্ধির জোরে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ বলুন তো এমন কি জিনিস শুধুমাত্র নিচে নামে কিন্তু উপরে উঠে না?
উত্তরঃ বৃষ্টির জল।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি হাতিয়ার কোন দেশের কাছে রয়েছে?
উত্তরঃ রাশিয়া।

৩) প্রশ্নঃ মানব দেহের কোন অঙ্গ কখনো বিশ্রাম করে না?
উত্তরঃ হৃদপিণ্ড।

৪) প্রশ্নঃ কোন পাখি সামনে এবং পিছনে উভয় দিকেই উড়তে পারে?
উত্তরঃ হামিং বার্ড।

৫) প্রশ্নঃ ডিমটির কুসুম সাদা, এখানে কতগুলি ডিমের কথা বোঝানো হয়েছে?
উত্তরঃ এখানে প্রশ্নটাই ভুল ডিমের কুসুম নয়, হলুদ হয়।

৬) প্রশ্নঃ গাছে সৃষ্ট সবচেয়ে বড় ফলের নাম কি?
উত্তরঃ কাঁঠাল।

৭) প্রশ্নঃ কোন দেশের লোক টাকা দিয়ে নিজের বদলে অন্যকে জেলে পাঠায়?
উত্তরঃ চীন।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচাইতে বেশি মাটির ঘর রয়েছে কোন দেশে?
উত্তরঃ ভারত।

৯) প্রশ্নঃ মৃত্যুর পর শরীরের ওজন প্রায় কতটুকু কমে যায়?
উত্তরঃ ২১ গ্রাম।

১০) প্রশ্নঃ কোন প্রাণী তার মায়ের পেটে দুবছর থাকে?
উত্তরঃ একটা হাতির বাচ্চা তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে।

১১) প্রশ্নঃ কোন দেশের মানুষ ষাঁড়ের সাথে যুদ্ধ করে?
উত্তরঃ স্পেন।

১২) প্রশ্নঃ বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ড।

১৩) প্রশ্নঃ একটি মুরগী ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পাড়লে, ডিমটা কার হবে?
উত্তরঃ কারও নয়, ডিমটা মুরগীরই হবে।

১৪) প্রশ্নঃ বাসিমুখে জল পান করলে কোন রোগ ভালো হয়?
উত্তরঃ কিডনির সমস্যা।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস ১ কেজি কিনলে হয়ে যায় ২ কেজি আর ফেলে দেওয়ার সময় ৩ কেজি?
উত্তরঃ চা পাতা। ১ কেজি চা পাতা কিনলে সেটা দিয়ে অনেক চা বানাতে পারবেন আর চা করার পর যেটা ফেলে দিই ভিজে যাওয়ার পর সেটার ওজন বেড়ে যায়।

 

জেকেএস/

আর্কাইভ