• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমন কোন জিনিস যা গরুর পিছনে আর মেয়েদের সামনে থাকে?

প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ০২:৫০ এএম

এমন কোন জিনিস যা গরুর পিছনে আর মেয়েদের সামনে থাকে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য কখনো কখনো ইন্টারভিউররা এমন কিছু উদ্ভট প্রশ্ন করে থাকেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। তবে আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তাহলে অবশ্যই উত্তর দিতে পারবেন, কারণ উত্তরটা আপনিও জানেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এবার দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ কোন জিনিসটি ছেলেদের বড় হয় আর মেয়েদের থাকে না?
উত্তরঃ দাঁড়ি ও গোঁফ।

২) প্রশ্নঃ জানেন বাংলায় ‘পাসওয়ার্ড’কে কি বলা হয়?
উত্তরঃ গুপ্ত সঙ্কেত।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে নীল জিন্স পরা নিষিদ্ধ?
উত্তরঃ উত্তর কোরিয়া।

৪) প্রশ্নঃ এখনো পর্যন্ত কোন দেশে ট্রেন লেট হওয়ার ঘটনা ঘটেনি?
উত্তরঃ জাপানে।

৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পর ছোট হয়ে যায়?
উত্তরঃ সাবান।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে একটিও সিংহ নেই তবুও ‘সিংহের শহর’ নামে পরিচিত?
উত্তরঃ সিঙ্গাপুর।

৭) প্রশ্নঃ অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মধ্যে কোথায় মিল রয়েছে?
উত্তরঃ আন্তর্জাতিক খেলায় উভয় দেশ পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে, একটি দেশ ফুটবলে আরেকটি ক্রিকেটে। এমনকি উভয় দেশের জার্সির রঙ হলুদ।

৮) প্রশ্নঃ কোন পাখি উড়তে উড়তে ডিম পারে এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তরঃ হোমা পাখি।

৯) প্রশ্নঃ ইনজেকশন দেওয়ার আগে কয়েক ফোঁটা ওষুধ ফেলে দেওয়া হয় কেন?
উত্তরঃ যাতে ‘এয়ার বাবল’ শরীরে ঢুকে ক্ষতিগ্রস্ত না করতে পারে।

১০) প্রশ্নঃ এমন কোন খাবার যা মেয়েরা বিয়ের পর আর খেতে পারে না?
উত্তরঃ আইবুড়ো ভাত।

১১) প্রশ্নঃ মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’ কার নামানুসারে নামকরণ হয়?
উত্তরঃ আটলান্টিক মহাসাগরে একটি পৌরাণিক দ্বীপের নামানুসারে।

১২) প্রশ্নঃ কোন দেশ এখনও পর্যন্ত কারো দাসত্বে থাকে নি?
উত্তরঃ নেপাল।

১৩) প্রশ্নঃ জানেন ভারতবর্ষের প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ জম্বুদ্বীপ।

১৪) প্রশ্নঃ ভারতের কোন অঞ্চলকে ‘সেভেন সিস্টার’ বলা হয়?
উত্তরঃ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য—নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে ‘সেভেন সিস্টার’ বলা হয়।

১৫) প্রশ্নঃ এমন কী জিনিস যা গরুর পিছনে আর মেয়েদের সামনে থাকে?
উত্তরঃ ইংরেজি অক্ষর ‘W’, Cow মানে গরু এর W পিছনে আর Woman মানে মহিলা, এর W সামনে।

 

জেকেএস/

আর্কাইভ