• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কোন জিনিসটি একজন পুরুষ লুকিয়ে রাখে আর একজন মহিলা ঝুলিয়ে রাখে?

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৬:৫৫ পিএম

কোন জিনিসটি একজন পুরুষ লুকিয়ে রাখে আর একজন মহিলা ঝুলিয়ে রাখে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খুব প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যার সম্পর্কে হয়ত আপনি আগে কখনও শোনেননি। এবার তা নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে?
উত্তরঃ পটকা।

২) প্রশ্নঃ পুরনো পান্ডুলিপি পড়ার জন্য কোন রশি ব্যবহার করা হয়?
উত্তরঃ অবলোহিত রশ্মি।

৩) প্রশ্নঃ লাহোরের কাছে তালবন্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয়েছিল?
উত্তরঃ গুরু নানকের।

৪) প্রশ্নঃ বাঘাযতীন কোন যুদ্ধে মারা যান?
উত্তরঃ বালামের যুদ্ধে।

৫) প্রশ্নঃ নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন?
উত্তরঃ কাকবর্ণ।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি?
উত্তরঃ ভুটান।

৭) প্রশ্নঃ ফটোগ্রাফিতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়?
উত্তরঃ সিলভার ব্রোমাইড।

৮) প্রশ্নঃ দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ হরপ্পা (১৯২১ সাল)।

৯) প্রশ্নঃ ‘হান্টার কমিশন’ কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল?
উত্তরঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড।

১০) প্রশ্নঃ সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
উত্তরঃ ১৯৮৫ সালে।

১১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয়?
উত্তরঃ হাওড়াকে।

১২) প্রশ্নঃ এশিয়া মহাদেশের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি?
উত্তরঃ নেপাল।

১৩) প্রশ্নঃ কোন শিল্পকে ‘সব শিল্পের মেরুদন্ড’ বলে?
উত্তরঃ লৌহ ইস্পাত শিল্প।

১৪) প্রশ্নঃ বোকারো কারখানাতে কোন নদীর জল ব্যবহৃত হয়?
উত্তরঃ দামোদর নদীর জল।

১৫) প্রশ্নঃ কোন জিনিস একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু একজন মহিলা ঝুলিয়ে রাখে?
উত্তরঃ পার্স বা মানিব্যাগ (মেয়েরা হাতে ঝুলিয়ে রাখে)

 

জেকেএস/

আর্কাইভ