প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৬:৩১ পিএম
ইন্টারভিউতে করা উদ্ভট প্রশ্ন গুলিসব সময় খবরের শিরোনামে থাকে। আসলে যারা ইন্টারভিউ নেন তারা সাধারণ জ্ঞানের পাশাপাশি ওই সকল প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই বিভ্রান্ত হন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার দেখে নিন…
১) প্রশ্নঃ ১০ টাকায় কি এমনভাবে কেনা উচিত যাতে পুরো ঘর ভরে যায়?
উত্তরঃ ধুপকাঠি বা মোমবাতি।
২) প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তরঃ ভাল্লুক।
৩) প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তরঃ সুইজারল্যান্ড।
৪) প্রশ্নঃ সেই জিনিস কি, যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না?
উত্তরঃ প্লেট।
৫) প্রশ্নঃ কেন আমরা জল পান করি?
উত্তরঃ কারণ আমরা জল চিবিয়ে খেতে পারি না।
৬) প্রশ্নঃ ভারতের কে পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তরঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদই একমাত্র ব্যক্তি যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
৭) প্রশ্নঃ এমন কোন পাখি যার গতিবেগ একটি সুপারকারের গাড়ির চেয়েও বেশি?
উত্তরঃ দ্রুততম পাখি হল পেরেগ্রিন ফ্যালকন, যেটি ২৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে উড়তে পারে।
৮) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তরঃ উত্তর তিব্বতে কৈলাস পর্বতের পূর্ব ঢাল থেকে।
৯) প্রশ্নঃ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত?
উত্তরঃ কানাডা।
১০) প্রশ্নঃ হার্ড কারেন্সি বলতে কী বোঝায়?
উত্তরঃ এমন একটি মুদ্রা যার সরবরাহ চাহিদার তুলনায় কম।
১১) প্রশ্নঃ প্রথম ভারতীয় কে ভারতরত্ন পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।
১২) প্রশ্নঃ ভারতে সোনার চেয়েও কোন গাছের কাঠের দাম বেশি?
উত্তরঃ লাল চন্দন।
১৩) প্রশ্নঃ কোন ফল পাকতে প্রায় ২ বছর সময় লাগে?
উত্তরঃ আনারস।
১৪) প্রশ্নঃ পেট্রোলকে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ শিলা তেল।
১৫) প্রশ্নঃ এমন কোন শব্দ যা অবিবাহিত মেয়েরা চাইলেও বলতে পারেনা?
উত্তরঃ শাশুড়ি মা (নিশ্চয়ই আপনিও বিভ্রান্ত হয়েছেন এই প্রশ্নটি শুনে)।
জেকেএস/