• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মেয়েদের শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে?

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০২:৩৭ এএম

মেয়েদের শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

সাধারণ জ্ঞান এমন এক বিষয়, যা শিক্ষার্থীদের মুখস্থ করার প্রয়োজন হয় না বরং এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া হয়। তবে ইন্টারভিউ চলাকালীন সাধারণ জ্ঞানের পাশাপাশি এমন কিছু উদ্ভট প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। যাইহোক এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার উত্তর সহ দেখে নিন…

১) প্রশ্নঃ এমন কী জিনিস যা আপনি যত বেশি পরিষ্কার করেন ততই কালো হয়ে যায়?
উত্তরঃ ব্ল্যাকবোর্ড।

২) প্রশ্নঃ ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ভারত।

৩) প্রশ্নঃ রাবণের আসল নাম কি ছিল?
উত্তরঃ দশগ্রিব।

৪) প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ নদী।

৫) প্রশ্নঃ এমন কী জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু কখনো খাওয়া হয়না?
উত্তরঃ থালা, বাটি অথবা গ্লাস।

৬) প্রশ্নঃ কোন পাখির গলার সব চেয়ে মিষ্টি?
উত্তরঃ নাইটিংগেল পাখি।

৭) প্রশ্নঃ ভারতে কোন পশু কেনা অপরাধ বলে বিবেচিত হয়?
উত্তরঃ সিংহ কেনা অপরাধ বলে বিবেচিত হয়।

৮) প্রশ্নঃ কোন সবজি খেলে রক্ত বিশুদ্ধ হয়?
উত্তরঃ করলা।

৯) প্রশ্নঃ মরুভূমিতে কোন জাতীয় উদ্ভিদ পাওয়া যায়?
উত্তরঃ ক্যাকটাস।

১০) প্রশ্নঃ জানেন মেয়েদের শরীরের কোন অংশটি খাওয়া যায়?
উত্তরঃ লেডিসফিঙ্গার বা ঢেঁড়শ।

১১) প্রশ্নঃ মোবাইল সংস্থা নোকিয়া কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ফিনল্যান্ড।

১২) প্রশ্নঃ কোন দেশের সমাধির উপর QR কোড তৈরি করা হয়েছে?
উত্তরঃ জাপান।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীর রক্ত সাদা রঙের হয়?
উত্তরঃ আরশোলা।

১৪) প্রশ্নঃ কোন দেশে সাইকেলে অফিসে যাওয়ার জন্য বেশি বেতন পাওয়া যায়?
উত্তরঃ নেদারল্যান্ডস।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে?
উত্তরঃ এটি ছেলে-মেয়ে যে কারোরই হতে পারে। আসলে, শরীরের যে অংশে সর্বোচ্চ রক্ত সঞ্চালন হবে সেই অংশটিই বেশি গরম হয়ে উঠবে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

 

জেকেএস/

আর্কাইভ