• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কী এমন কাজ ছেলেরা ৫-১০ মিনিটের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে, আর মেয়েরা বলে আরও করো?

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৬:৪৩ পিএম

কী এমন কাজ ছেলেরা ৫-১০ মিনিটের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে, আর মেয়েরা বলে আরও করো?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

লিখিত পরীক্ষায় পাস করার পর অনেকেই ভাবেন ইন্টারভিউ ক্লিয়ার করা খুবই সহজ, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। আসলে যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান, আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। তবে ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই আপনিও উত্তর দিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ কোন দেশে অর্ধেক সকাল আর অর্ধেক সন্ধ্যা হয়?
উত্তরঃ রাশিয়া (Russia)। এই দেশটি এতটাই বড় যে এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে সন্ধ্যা নামে।

২) প্রশ্নঃ সবচেয়ে বেশি হ্রদ আছে কোন দেশে?
উত্তরঃ ফিনল্যান্ড (Finland)। এই কারণে দেশটি হ্রদের দেশ নামেও পরিচিত।

৩) প্রশ্নঃ কোন গ্রহকে রাতে লাল রঙের দেখায়?
উত্তরঃ মঙ্গল গ্রহ।

৪) প্রশ্নঃ কোন দেশটি দীর্ঘকাল ধরে পরাধীন ছিল?
উত্তরঃ ভারতবর্ষ।

৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাছ কোনটি?
উত্তরঃ পিরানহা (Piranha), এটি আমাজন নদীতে দেখতে পাওয়া যায়। রক্তের স্বাদ পেলে পিরানহা ক্ষিপ্ত হয়ে ওঠে।

৬) প্রশ্নঃ মানুষের মাথার খুলিতে কয়টি হাড় থাকে?
উত্তরঃ ২২টি।

৭) প্রশ্নঃ কোন দেশে দুটি বিয়ে করা বাধ্যতামূলক?
উত্তরঃ আফ্রিকার ইরিত্রিয়া দেশে পুরুষদের দুটি বিয়ে বাধ্যতামূলক। সেখানে নারীসংখ্যা বেশি হওয়ার কারণেই এই প্রথা চালু রয়েছে।

৮) প্রশ্নঃ জলে ডোবে না এমন কোন পাথর?
উত্তরঃ পিউমিস (Pumice) পাথর।

৯) প্রশ্নঃ কোন গ্রহে হীরের বৃষ্টিপাত হয়?
উত্তরঃ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে ডায়মন্ড বা হীরের বৃষ্টি।

১০) প্রশ্নঃ কী এমন কাজ ছেলেরা ৫-১০ মিনিটের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে, আর মেয়েরা বলে আরও করো?
উত্তরঃ শপিং বা কেনাকাটি করা। ছেলেরা একটুতেই ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা শপিংয়ের ক্ষেত্রে কখনোই ক্লান্ত হয় না। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়।)

 

জেকেএস/

আর্কাইভ