• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকে না, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়?

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০১:০০ এএম

ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকে না, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ওই প্রার্থীর সাধারণ জ্ঞানের পাশাপাশি উপস্থিত বুদ্ধির যাচার জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ বিচলিত হয়ে পড়েন। তবে সেইসব প্রশ্নের উত্তর একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেওয়া যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো..

১) প্রশ্নঃ এমন কোন কাজ মেয়েরা দাঁড়িয়ে করতে পারে না, শুধু বসেই করতে হয়?
উত্তরঃ গরুর দুধ দোয়ানো।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের লোকেরা সাপের তেল দিয়ে সবজি রান্না করে?
উত্তরঃ সিকিম।

৩) প্রশ্নঃ কোন প্রাণীর দুধে নেশা হয়?
উত্তরঃ হাতি।

৪) প্রশ্নঃ কোন শহরকে ‘মন্দিরের শহর’ বলা হয়?
উত্তরঃ বারাণসীকে।

৫) প্রশ্নঃ মেয়েরা এমন কোন কাজ যা টাকা না নিয়ে দেয় না?
উত্তরঃ বিয়ের দিন বরের জুতো লুকানো।

৬) প্রশ্নঃ রবিবার স্নান করা কোথায় অবৈধ?
উত্তরঃ ম্যাসাচুেসেটস।

৭) প্রশ্নঃ নীল রঙের কলা কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে অপরাধের হার সবচেয়ে বেশি?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

৯) প্রশ্নঃ কোন ফুলকে ‘ফুলের রাজা’ বলা হয়?
উত্তরঃ গোলাপকে।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যা মেয়েরা বছরে একবার কেনে?
উত্তরঃ রাখি পরানোর জন্য।

১১) প্রশ্নঃ পাঁচ লাখ টাকার নোট কোন দেশে চলে?
উত্তরঃ ডোমিনিকা।

১২) প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ রাস্তা কোনটি?
উত্তরঃ মানালি লেহ হাইওয়ে।

১৩) প্রশ্নঃ কোন পাখিকে স্পর্শ করলেই মারা যায়?
উত্তরঃ টিটোনি পাখি।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ রয়েছে?
উত্তরঃ কেরালা।

১৫) প্রশ্নঃ ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকে না, কিন্তু প্রয়োজনের সময় খাড়া হয়ে যায়
উত্তরঃ কান (কোন কিছু মনোযোগ সহকারে শোনার সময় আমাদের কান এমনি খাড়া হয়ে যায়)।

 

জেকেএস/

আর্কাইভ