• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বামীর এমন কোন জিনিস যা কিছু মহিলা মুখে নিতে একেবারেই পছন্দ করেনা?

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০২:৩০ এএম

স্বামীর এমন কোন জিনিস যা কিছু মহিলা মুখে নিতে একেবারেই পছন্দ করেনা?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

চাকরির পরীক্ষায় সফল হলেও অনেক প্রার্থীর কাছে ইন্টারভিউ একটা আতঙ্কের মত। আসলে ইন্টারভিউতে সাধারণ জ্ঞান ও পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এবার দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলেরা জীবনে একবার আর মেয়েরা দুবার পায়?
উত্তরঃ উপাধি।

২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মায়ানগরী বা স্বপ্নের শহর নামে ডাকা হয়?
উত্তরঃ মুম্বাই (Mumbai)।

৩) প্রশ্নঃ কোন প্রাণী দাঁত সবসময় বাড়তে থাকে?
উত্তরঃ ইঁদুর।

৪) প্রশ্নঃ ভারতের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কত বছর হওয়া বাধ্যতামূলক?
উত্তরঃ ১৮ বছর।

৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা গরুর চারটি এবং মেয়েদের দুটি থাকে?
উত্তরঃ পা।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষ সর্বাধিক অ্যালকোহল সেবন করে?
উত্তরঃ ছত্রিশগড়।

৭) প্রশ্নঃ কোন পাখির ডিম সবচাইতে দামি?
উত্তরঃ উট পাখির ডিম।

৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি?
উত্তরঃ পাটনা (Patna)।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল?
উত্তরঃ থানে।

১০) প্রশ্নঃ মেয়েরা কি করতে গিয়ে অনেক চিৎকার করে কিন্তু ছেলেরা চুপ করে থাকে?
উত্তরঃ ঝগড়া করার সময়।

১১) প্রশ্নঃ ভারতের কোন শস্য সবচেয়ে বেশি খাওয়া হয়?
উত্তরঃ ধান (চাল)।

১২) প্রশ্নঃ সূর্যের রশিতে কয়টি রঙ থাকে?
উত্তরঃ সাতটি।

১৩) প্রশ্নঃ কোন দেশ সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে?
উত্তরঃ ইউক্রেন (Ukraine)।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি?
উত্তরঃ কেরালা (Kerala)।

১৫) প্রশ্নঃ স্বামীর এমন কোন জিনিস যা কিছু মহিলারা মুখে নিতে একেবারেই পছন্দ করেনা?
উত্তরঃ নাম নেওয়া। আজকাল মহিলারা তাদের স্বামীর মুখে নিলেও অতীতে এমনটা দেখা যেত না। এমনকি আজও কিছু কিছু মহিলারা তাদের স্বামীর নাম মুখে নিতে পছন্দ করেন না।

 

জেকেএস/

আর্কাইভ