• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডান হাতে ‘এম’ চিহ্ন থাকলে যা হয়

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০১:৪৪ এএম

ডান হাতে ‘এম’ চিহ্ন থাকলে যা হয়

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

জ্যোতিষশাস্ত্র বলে, হাতের রেখা দিয়ে মানুষ চেনা যায়। এই শাস্ত্র অনুযায়ী আপনি মানুষটা কেমন, তা আপনার হাত দেখেই বলে দেওয়া যায়। হৃদয়রেখা, আয়ুরেখা, শীর্ষরেখা-সহ অনেক রেখাই হাতে দেখেছেন। রেখা নিয়ে শুনেছেন অনেক কথা।

বলা হয়, যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে, তিনি বেশ ভাগ্যবান হয়ে থাকে। যেহেতু এই ‘এম’ চিহ্নটি হৃদয়রেখা, মস্তিষ্করেখা আর জীবনরেখার সমন্বয়ে তৈরি হয়ে থাকে। সবার হাতে এই চিহ্ন দেখা যায় না। আবার সবারটা সমান স্পষ্ট হয় না। এই ‘এম’ চিহ্ন থাকা ব্যক্তিরা বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেবকবান হন।

যদি কোনো পুরুষের হাতে এই চিহ্ন থাকে, তাহলে তিনি জীবনে অনেক সম্মান ও যশের অধিকারী হন। ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সমাজে জায়গা করে নেন। জীবনসঙ্গীকে যেমন সম্মানের শ্রেষ্ঠ জায়গায় বসান, তেমনই জীবনসঙ্গীর কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়ে থাকেন।

বলা হয়, যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে, তিনি বেশ ভাগ্যবান। আবার কোনো নারীর হাতে যদি এই চিহ্ন থাকে, তা হলে পুরুষের তুলনায় তিনি আরো বেশি ভাগ্যবতী হয়ে থাকেন। এরা খুবই চালাক, সরলমনা এবং কাজে দক্ষ হয়ে থাকেন। এরা আদর্শ মা হতে পারেন। শেষ কথা হচ্ছে, এই সব কথা বলছে জ্যোতিষশাস্ত্র। বাস্তব অন্য রকম হতে পারে!

 

জেকেএস/

আর্কাইভ