• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কী এমন জিনিস যা ধোয়ার পর নোংরা হয়ে যায়? সাহস থাকলে উত্তর দিন!

প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০২:৪৫ এএম

কী এমন জিনিস যা ধোয়ার পর নোংরা হয়ে যায়? সাহস থাকলে উত্তর দিন!

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ইন্টারভিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল আত্মবিশ্বাস। ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে প্রশ্ন শুনে যত কঠিন মনে হয়, উত্তরটাও ততটাই সহজ। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে।

১) প্রশ্নঃ এমন কোন জিনিস যা একবার ফেটে গেলে আর কেউ সেলাই করতে পারবে না?
উত্তরঃ বেলুন।

২) প্রশ্নঃ এমন কোন জিনিস যা উপরে নিচে চলে, কিন্তু নড়ে না তাকে কি বলে?
উত্তরঃ তাপমাত্রা।

৩) প্রশ্নঃ কোন দেশের পতাকা উল্টো দেখতে ঠিক একই রকম?
উত্তরঃ জাপান।

৪) প্রশ্নঃ কে সেই ব্যক্তি যার কোথাও টিকিট কাটতে হয় না?
উত্তরঃ নবজাতক শিশু।

৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা মাসে একবার আসে আর ২৪ ঘন্টা পূর্ণ হতে চলে যায়?
উত্তরঃ তারিখ।

৬) প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর?
উত্তরঃ সুইজারল্যান্ড।

৭) প্রশ্নঃ কোন ফল যার বীজ ফলের বাইরে থাকে?
উত্তরঃ স্ট্রবেরি।

৮) প্রশ্নঃ এমন কি জিনিস, যা ভাঙা ছাড়া ব্যবহার করা যায় না?
উত্তরঃ এই প্রশ্নের উত্তর অনেকগুলি হতে পারে যেমন- ডিম, নারিকেল আবার পয়সা জমানো মাটির ভাঁড়।

৯) প্রশ্নঃ এমন কী জিনিস যা একজন নারী দেখায় এবং পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স বা মানিব্যাগ।

১০) প্রশ্নঃ  এমন জিনিস যা ধোয়ার পর নোংরা হয়ে যায়?
উত্তরঃ জল এমন একটি জিনিস যাতে কোনো কিছু ধোয়ার পর, তা আরও নোংরা হয়ে যায়।

 

জেকেএস/

আর্কাইভ