• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কী এমন জিনিস যা মেয়েরা ১৮ বছর না হওয়া পর্যন্ত দিতে পারে না?

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০২:৩৬ এএম

কী এমন জিনিস যা মেয়েরা ১৮ বছর না হওয়া পর্যন্ত দিতে পারে না?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

অনেক সময় ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান কিংবা লজ্জায় মুখ লুকান। আসলে যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করে থাকেন। এর ফলে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। যাইহোক এর পাশাপাশি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কবে ঘটেছিল?
উত্তরঃ ১৯৮১ সালে বিহারে, বাগমতি নদীর সেতু পারাপারের সময়। কমপক্ষে ৮০০ জন মানুষ প্রাণ হারান।

২) প্রশ্নঃ কোন পাখির দ্রুত উড়তে পারে কিন্তু পায়ে হাঁটতে পারে না?
উত্তরঃ বাদুড়।

৩) প্রশ্নঃ প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ সংস্কৃত ভাষা।

৪) প্রশ্নঃ ভারতের কোথায় সর্বাধিক জাফরান উৎপন্ন হয়?
উত্তরঃ জন্মু ও কাশ্মীর।

৫) প্রশ্নঃ এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে কে?
উত্তরঃ লোহিত সাগর।

৬) প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ৫ই জুন।

৭) প্রশ্নঃ BSNL এর পুরো নাম কি?
উত্তরঃ ভারত সঞ্চার নিগম লিমিটেড।

৮) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাস্তাটির নাম কি?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড।

৯) প্রশ্নঃ ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইটি লিপিবদ্ধ করা হয় তার নাম কি?
উত্তরঃ রেড ডাটা বুক।

১০) প্রশ্নঃ ফুসফুসে বালিকণা জমে যে রোগ হয় তার নাম কী?
উত্তরঃ সিলিকোসিস।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি?
উত্তরঃ নীলগিরি অঞ্চল।

১২) প্রশ্নঃ কোন মৌর্য শাসক গ্রীকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

১৩) প্রশ্নঃ মৌর্য আমলের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?
উত্তরঃ তক্ষশীলা।

১৪) প্রশ্নঃ কোন ব্যাকটেরিয়ার কারণে দুধ থেকে দই তৈরি হয়?
উত্তরঃ ল্যাকটো ব্যাসিলাস।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস যা মেয়েরা ১৮ বছর না হওয়া পর্যন্ত দিতে পারে না?
উত্তরঃ ভোটাধিকার।

 

জেকেএস/

আর্কাইভ