• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০২:১৫ এএম

কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

দেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে থাকে। বিশেষ করে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর সম্পর্কে জানা উচিত। কিন্তু ইন্টারভিউতে এর বাইরেও কিছু প্রশ্ন করা হয় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য। যদিও অনেকেই ঘাবড়ে যান কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দেওয়া যায়। এবার দেখে নেওয়া যাক..

১) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের সীমান্তের নাম কী?
উত্তরঃ র‌্যাডক্লিফ লাইন।

২) প্রশ্নঃ কোন গ্যাসটি “লাফিং গ্যাস” নামে পরিচিত?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল অ্যাম্বুলেন্স পরিষেবা কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ মুম্বাই।

৪) প্রশ্নঃ ১৮৬৭ সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি কী দিয়ে তৈরি?
উত্তরঃ লোহা এবং নিকেল।

৬) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল?
উত্তরঃ নরেন্দ্রনাথ দত্ত।

৭) প্রশ্নঃ কোন সংস্থা “ভারতীয়দের জন্য ভারত” স্লোগান দিয়েছিল?
উত্তরঃ আর্য সমাজ।

৮) প্রশ্নঃ কোন নদী বিন্ধ্যাচল ও সাতপুরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ নর্মদা।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছিল?
উত্তরঃ দামোদর নদী।

১০) প্রশ্নঃ ভারতে প্রথম স্থাপিত পরমাণু কেন্দ্র কোনটি?
উত্তরঃ তারাপুর পারমাণবিক কেন্দ্র।

১১) প্রশ্নঃ বিহু কোনটির একটি জনপ্রিয় উৎসব?
উত্তরঃ আসাম।

১২) প্রশ্নঃ বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু।

১৩) প্রশ্নঃ পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ লালা রাজপত রায়।

১৪) প্রশ্নঃ কার জন্মদিন “ডাক্তার দিবস” হিসেবে পালিত হয়?
উত্তরঃ ডক্টর বিধান চন্দ্র রায়।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?
উত্তরঃ সুঁচের মধ্যে সুতা ঢোকানোর সময় (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।

 

জেকেএস/

আর্কাইভ