• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কী সেই জিনিস যা শুধু শালীরা দেয়, বৌ কিংবা বৌদিরা দিতে পারে না?

প্রকাশিত: মে ২২, ২০২৩, ০২:১২ এএম

কী সেই জিনিস যা শুধু শালীরা দেয়, বৌ কিংবা বৌদিরা দিতে পারে না?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ইন্টারভিউ এর প্রশ্নগুলি সব সময় শিরোনামে থাকে। এখানে পাঠ্য বইয়ের সিলেবাসের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক উদ্ভট প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। প্রশ্নগুলি শুনে যতটা কঠিন মনে হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সহজেই উত্তর বেরিয়ে আসবে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর..

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ মেছো বিড়াল।

২) প্রশ্নঃ কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন?
উত্তরঃ সিন্ধু সভ্যতা।

৩) প্রশ্নঃ সুপার সাইক্লোন ‘আমফান’ নামটি কোন দেশ দিয়েছিল?
উত্তরঃ থাইল্যান্ড।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি?
উত্তরঃ কলকাতা।

৫) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকর।

৬) প্রশ্নঃ কোন নদীর বর্ধমান ও বীরভূমের মাঝে সীমানা নির্দেশ করেছে?
উত্তরঃ অজয় নদী।

৭) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে?
উত্তরঃ ছটি। যথা- সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতি বিধানের অধিকার।

৮) প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

৯) প্রশ্নঃ বিশ্বের একমাত্র ভাষার দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া।

১০) প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে?
উত্তরঃ ভারতে।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দুটি দেশ দুটি মহাদেশ অবস্থিত?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক (ইউরেশিয়ার অন্তর্গত)।

১২) প্রশ্নঃ পৃথিবীর কোন মহাদেশে একটিও দেশ নেই?
উত্তরঃ আন্টার্টিকা।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়?
উত্তরঃ উট।

১৪) প্রশ্নঃ আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি?
উত্তরঃ ওড়িশা।

১৫) প্রশ্নঃ কী সেই জিনিস যা শুধু শালীরা দেয়, বৌ কিংবা বৌদিরা দিতে পারে না?
উত্তরঃ বউ কিংবা বৌদিরা ‘জামাইবাবু’ বলে ডাক দিতে পারবে না, যেটা শুধুমাত্র শালিরাই পারবে।

 

জেকেএস/

আর্কাইভ