• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কী সেই জিনিস স্বামীর ছোট হোক বা বড়, স্ত্রীকে সেটা নিতেই হয়?

প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০২:২৪ এএম

কী সেই জিনিস স্বামীর ছোট হোক বা বড়, স্ত্রীকে সেটা নিতেই হয়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

জীবন থেকে কর্মক্ষেত্র, সর্বত্রই সাধারণ জ্ঞানের প্রয়োজন হয় প্রতি পদে পদে। প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা করার জন্য সাধারণ কিছু প্রশ্ন করা হয়। সরকারি হোক বা বেসরকারি, চাকরির ইন্টারভিউতে কখনও কখনও এমন অনেক প্রশ্ন করা হয় যা অত্যন্ত মামুলি হলেও যার উত্তর খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হয় পরীক্ষার্থীদের। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…

১) প্রশ্নঃ পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন?
উত্তরঃ ওপেন হেমার।

২) প্রশ্নঃ একটি ইলেক্ট্রোম্যাগনেট (electromagnet) তৈরি করতে কোন ধাতুর ব্যবহার করা হয়?
উত্তরঃ নরম লোহা।

৩) প্রশ্নঃ যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তরঃ হিমাঙ্ক।

৪) প্রশ্নঃ ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি মেশানো হয়?
উত্তরঃ কার্বন।

৫) প্রশ্নঃ সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ পাইরোমিটার (Pyrometer)।

৬) প্রশ্নঃ ‘লাফিং গ্যাস’ (‘laughing gas) কাকে বলে?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড কে লাফিং গ্যাস বলা হয়। কারণ এটি হাস্য উদ্দীপক।

৭) প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হয়?
উত্তরঃ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া (Anemia)।

৮) প্রশ্নঃ Wi-Fi এর পূর্ণরূপ?
উত্তরঃ Wireless Fidelity

৯) প্রশ্নঃ বৈদিক যুগে দুটি নগরের নাম?
উত্তরঃ হস্তিনাপুর ও কৌশাম্বী।

১০) প্রশ্নঃ জৈনদের শেষ তীর্থঙ্কর এর নাম কী ছিল?
উত্তরঃ মহাবীর (২৪তম তীর্থঙ্কর)।

১১) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১২) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ ড: রাজেন্দ্র প্রসাদ (Dr. Rajendra Prasad)।

১৩) প্রশ্নঃ কত সালে ভারত শাসন আইনের অবসান ঘটে?
উত্তরঃ ১৯৩৫ সালে।

১৪) প্রশ্নঃ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)।

১৫) প্রশ্নঃ কী সেই জিনিস স্বামীর ছোট হোক বা বড়, স্ত্রীকে সেটা নিতেই হয়?
উত্তরঃ পদবী (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।

 

জেকেএস/

আর্কাইভ