• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফ্রিজ ভালো রাখার ৫ উপায়

প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৫:৩৫ পিএম

ফ্রিজ ভালো রাখার ৫ উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বছর রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রার পারদ। জনজীবন হয়েছে বিপর্যস্ত। অস্বস্তিকর এই পরিস্থিতিতে ফ্রিজের একটু ঠান্ডা পানিই অনেকের অবলম্বন। এ ছাড়া প্রতিদিনের বাজার থেকে শুরু করে কত খাবার সংরক্ষণ করতে হয় ফ্রিজে। অতিরিক্ত চাপে যদি ফ্রিজ একবার বিকল হয়, কত ঝামেলাই না পড়তে হবে। এই ঝামেলা থেকে রেহাই পেতে একটানা ফ্রিজ না চালানোসহ কিছু ব্যপার মাথায় রাখলেই হয়। চলুন জেনে আসি এক নজরে।

১) সপ্তাহে অন্তত একদিন ভালো করে ফ্রিজ পরিষ্কার করাটা জরুরি। অতিরিক্ত বরফ জমে গেলে তা ফ্রিজ বিকলের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বরফ জমে গেলে পরিষ্কার করুন।

২)  ফ্রিজ খালি অবস্থায় না রেখে সব সময় পর্যাপ্ত খাবার রাখুন। খালি অবস্থায় রাখলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং বিলও বেশি আসে। তাই পরিপূর্ণ রাখুন। এতে ফ্রিজও ভালো থাকবে।
 
৩) ফ্রিজের দরজা অতিরিক্ত খুললে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রয়োজনীয় কাজ একসঙ্গে সেরে নিন। ফ্রিজের দরজা যেন ঠিকঠাক বন্ধ হয় সে দিকেও খেয়াল রাখতে হবে ।


৪) ফ্রিজের ভেতর যেন বাতাস চলাচল করতে পারে এমনভাবে রাখতে হবে খাবারকে। বাতাস চলাচলের জায়গা না থাকলে তাতে আপনার ফ্রিজে সমস্যা হবে।
 
৫) ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখাটা জরুরি। তাতে ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার ভয় কম থাকে ।


এডিএস/

আর্কাইভ