• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আপনার কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পায় না?

প্রকাশিত: মে ২, ২০২৩, ০১:১০ এএম

আপনার কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পায় না?

লাইফস্টাইল ডেস্ক

চাকরির পরীক্ষার সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এইসময় যারা ইন্টারভিউ নেন, তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন, যার ফলে সহজেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাই বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক৷

 

১) প্রশ্নঃ রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
উত্তরঃ ৩০ বছর।

২) প্রশ্নঃ ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তরঃ পি কে ব্যানার্জি।

৩) প্রশ্নঃ কোন গ্যাস সবচাইতে হালকা?
উত্তরঃ হাইড্রোজেন।

৪) প্রশ্নঃ জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র টির নাম কি?
উত্তরঃ JAXA (Japan Aerospace Exploration Agency)

৫) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলো কে এঁকেছেন?
উত্তরঃ নন্দলাল বসু।

৬) প্রশ্নঃ ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানীর নাম কি ছিল?
উত্তরঃ করাচি।

৭) প্রশ্নঃ কোন নদীর উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাবেরী নদী।

৮) প্রশ্নঃ ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়?
উত্তরঃ  বেঙ্গালুরুকে।

৯) প্রশ্নঃ পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থ বিল পেশ করা যায়না?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১০) প্রশ্নঃ বায়ুর চাপের যন্ত্র ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ টরিসেলি।

১১) প্রশ্নঃ স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে কোন দেশ উপহার দিয়েছিল?
উত্তরঃ ফ্রান্স।

১২) প্রশ্নঃ ভাংড়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য?
উত্তরঃ পাঞ্জাব।

১৩) প্রশ্নঃ খেলরত্ন পুরস্কারের নতুন নাম কী?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন।

১৪) প্রশ্নঃ থর মরুভূমির একমাত্র নদীটির নাম কী?
উত্তরঃ লুনি

১৫) প্রশ্নঃ আপনার কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পায় না?
উত্তরঃ স্বপ্ন (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।

 

বিএস/
 

আর্কাইভ