• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একজন ছেলে এমন কী করে, যা একটা মেয়েকে কাঁদিয়ে দেয়?

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০১:৩৩ এএম

একজন ছেলে এমন কী করে, যা একটা মেয়েকে কাঁদিয়ে দেয়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ভারতবর্ষে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এর জন্য ছাত্রছাত্রীরা সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে। সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার পর উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এই সময় বেশিরভাগ মানুষের জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার ফলে প্রার্থীরাও বিভ্রান্ত হয়ে পরে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর।

১) প্রশ্ন: সেই জিনিসটি কি, যা আপনার কিন্তু অন্যরা ব্যবহার করে?
উত্তর: আপনার নাম।

২) প্রশ্ন: শুকনো বরফের উদাহরণ কী?
উত্তর: কার্বন ডাই অক্সাই।

৩) প্রশ্ন: কোন দেশের একটি দুটি নয়, সাতটি নাম রয়েছে?
উত্তর: ভারতকে এক সময় সোনার পাখিও বলা হত। এভাবে ইণ্ডিয়া, ভারত, হিন্দুস্তান, আর্যাবর্ত, জম্বুদ্বীপ, ভারতখন্ড, হিন্দের মতো অনেক নাম রয়েছে। বর্তমানে ভারতের তিনটি সরকারি নাম — ইন্ডিয়া, ভারত এবং হিন্দুস্তান।

৪) প্রশ্ন: ভারতের কোন শহরটি ‘ব্লু সিটি’ নামে পরিচিত?
উত্তর: যোধপুর (রাজস্থান)।

৫) প্রশ্ন: এমন জায়গা কোনটি যেখানে রাস্তা আছে কিন্তু যানবাহন নেই, জঙ্গল আছে কিন্তু গাছ নেই এবং শহর আছে কিন্তু বাড়ি নেই?
উত্তর: মানচিত্র।

৬) প্রশ্ন: মহারানা প্রতাপ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: চিতোরগড় (রাজস্থান)।

৭) প্রশ্ন: ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি?
উত্তর: লেহ (শীতকালে -২৮° সেলসিয়াস তাপমাত্রা হয়)।

৮) প্রশ্ন: মোবাইলের কিপ্যাড এর সমস্ত সংখ্যাকে গুণ করলে কি হবে?
উত্তর: ০ হবে। মোবাইলের কিপ্যাডে ০ রয়েছে। যে কোন সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে উত্তর হবে o।

৯) প্রশ্ন: UPSC এর পূর্ণরূপ কি?
উত্তর: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

১০) প্রশ্ন: ভারতে হীরার খনি কোন কোন রাজ্যে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড়।

১১) প্রশ্ন: মাম্বা কোন প্রজাতির জীব?
উত্তর: সাপ (ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে একটি)।

১২) প্রশ্ন: UPSC এর পূর্ণরূপ কি?
উত্তর: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

১৩) প্রশ্ন: ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তর: আরবাড়ি (Arvari)। রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য মাত্র ৯০ কিমি।

১৪) প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম রেললাইন কোনটি?
উত্তর: ট্রান্স সাইবেরিয়ান (রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত বিস্তৃত)।

১৫) প্রশ্ন: একজন ছেলে এমন কী করে, যা একটা মেয়েকে কাঁদিয়ে দেয়?
উত্তর: বিয়ের পর যখন মেয়েটি তার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসে। (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।

 

জেকেএস/

আর্কাইভ