প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০১:১৪ এএম
ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। চাকরীপ্রার্থীদের কাছে এটি অত্যন্ত কঠিন একটি পরীক্ষা হিসেবে বিবেচিত। অনেক সময় আপনার সামনে বিভ্রান্তিকর কিছু প্রশ্ন আসতে পারে। আর তাতে ঘাবড়ে না গিয়ে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হয়। বিগত কয়েক বছরে ইন্টারভিউ গুলোতে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ডঃ ভীমরাও আম্বেদকর।
২) প্রশ্নঃ পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে?
উত্তরঃ শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটির আকার এবং আকৃতি অনেকটাই পৃথিবীর সাথে মেলে এবং এটির গঠনও অনেকটা একইরকমের।
৩) প্রশ্নঃ গঙ্গার কোন অংশকে জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ এলাহাবাদ থেকে হলদিয়া।
৪) প্রশ্নঃ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
উত্তরঃ সিনকোনা গাছ।
৫) প্রশ্নঃ মানুষ প্রথম কোন প্রাণীকে গৃহপালিত করেছিল?
উত্তরঃ কুকুর
৬) প্রশ্নঃ ‘অভিজ্ঞান শকুন্তলম’ এর রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস।
৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কোনটি?
উত্তরঃ অগ্নি-৫।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে?
উত্তরঃ রাশিয়া।
৯) প্রশ্নঃ কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?
উত্তরঃ গুজরাটের আহমেদাবাদ।
১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলে?
উত্তরঃ হাওড়া।
১১) প্রশ্নঃ রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে?
উত্তরঃ ৩ থেকে ৮ মিনিট।
১২) প্রশ্নঃ শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তরঃ নালন্দা।
১৩) প্রশ্নঃ কোন জায়গার স্থানীয় সময়কে ‘ভারতের প্রমাণ সময়’ ধরা হয়?
উত্তরঃ এলাহাবাদ।
১৪) প্রশ্নঃ ভারতের কোন নদী চীন ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র।
১৫) প্রশ্নঃ কোন জিনিস ভিজলে ১ কেজি শুকালে ২ কেজি পোড়ালে হয় ৩ কেজি ?
উত্তরঃ সালফার।
বিএস/